যেদেশ মানবাধিকারের বাণী শুনায়,তারাই মানবাধিকার লংঘন করে: ড. অনুপম সেন
“মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে,সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জাতীয় সংসদে আইনজীবীদের সংখ্যা বাড়াতে হবে, ১৫ আগস্টে জাতির পিতাসহ পরিবারের ১৭জনকে নির্মম হত্যাকান্ডের পর ইনডেমনিটি জারীর ঘটনা ইতিহাসের কলংকজনক অধ্যায়। এমন মানবাধিকার লংঘন যেন আর না হয়।”বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এসব কথা বলেন।
গতকাল (৯ ডিসেম্বর) নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে আইন ও অধিকার সংস্থার মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক।আইন ও অধিকার সংস্থার সভাপতি বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সঞ্চালনায় এই মুক্ত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, জেলা পিপি মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, অ্যাডভোকেট কাজী নাজিমুল হক রোটারিয়ান মৃণাল কান্তি দত্ত, রোটারিয়ান মোঃ শাহজাহান, রোটারিয়ান মোহাম্মদ হোসেন, আইনজীবী সহকারী অভিজিত রায় পুলক, অ্যাডভোকেট মানিক সেন।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম বলেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ অনন্য অবস্থান তৈরি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের প্রতি যে মানবতা দেখিয়েছেন তা এক অনন্য ইতিহাস।
বিশেষ অতিথি জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল বলেন,চট্টগ্রাম ওয়াসার পানি আমরা ঠিকমতো পাচ্ছি না অথচ মাসে মাসে বিল দিতে হচ্ছে শুধু লাইনটি রক্ষা করার জন্য। আমরা পানি না পেলেও ওয়াসার এমডি বড় অংকের মাসোহারা তুলে নিচ্ছেন।
সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম দত্ত সংগঠনের বিভিন্ন কর্মকান্ড অতিথিদের সামনে তুলে ধরেন।