সন্দ্বীপে স্পিডবোট ডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২; সময়: ১২:২৯ অপরাহ্ণ |

কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে ডুবে গেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করা হয়েছে।

এতে এক মেয়ে শিশুকে (১৫) সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরো এক ছেলে শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্দ্বীপ থানা পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান আনিকা ( ১৪) নামে এক শিশু মারা গেছে।

নিহত শিশু মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, অবৈধ ফিটনেসবিহীন স্পীডবোট, অদক্ষ চালক আর ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়ল তারা এ প্রশ্ন সাধারণ যাত্রীদের।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে