অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট, প্রস্তুত চট্টগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৬; সময়: ৫:৪১ অপরাহ্ণ |

বীর চট্টগ্রাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ্ চট্টগ্রাম মানেই ভিন্ন কিছু। আর এবার চট্টগ্রামের মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ও মূল ম্যাচ। এ উপলক্ষে বিশ্বকাপের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্ষদের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।

নগরের সার্কিট হাউস মিলনায়তনে রবিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন বিসিবি সহসভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সভার সঞ্চালনা করেন। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহাসহ বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন সফল করতে চট্টগ্রাম প্রস্তুত। আয়োজনের সঙ্গে জড়িত সব পর্ষদকে ইতিমধ্যেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ’

বিশ্বকাপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্ষদকে সতর্ক করে দিয়ে মেয়র বলেন, ‘বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলো আমরা যতই আয়োজন করতে পারব, ততই আন্তর্জাতিকভাবে আমাদের সম্মান বাড়বে। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কোনোভাবেই ওভার কনফিডেন্ট আর রিলাক্স হওয়া যাবে না। যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। ’

মেয়র আরও বলেন, ‘সোমবার (১৮ জানুয়ারি) থেকেই বিভিন্ন দেশের খেলোয়াড়েরা চট্টগ্রামে আসতে শুরু করবে। তারা যেন কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন সেদিকে আমাদের নজর দিতে হবে। বিশ্বকাপ আয়োজনের সঙ্গে জড়িত সব পর্ষদকে দায়িত্বসহকারে কাজ করতে হবে। ’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ২১ জানুয়ারির আগেই এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। স্টেডিয়ামে সার্বক্ষণিক বিদ্যু‍ৎ সংযোগের জন্য সিটি করপোরেশনের পক্ষে দুটি মাঠে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হবে। ’

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে