ফের টেস্ট দলের অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক লিটন

প্রকাশিত: জুন ২, ২০২২; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |

তৃতীয় দফায় বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। তার সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে উইকেটরক্ষক লিটন দাসকে।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পাশাপাশি ব্যাট হাতে টানা অফফর্মের কারণে নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুমিনুল হক। তাই বাধ্য হয়ে নতুন অধিনায়ক খুঁজে নিতে হলো বিসিবিকে।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু হচ্ছে সাকিব-লিটন জুটির নেতৃত্ব। এর আগের দুই দফায়ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে সাকিব টেস্ট অধিনায়কত্ব শুরু করেছিলেন। সে দুবারে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। যেখানে বাংলাদেশ জিতেছে তিনটি ম্যাচ।

অন্যদিকে এর আগে কখনও কোনো পর্যায়ে অধিনায়কত্ব করেননি লিটন দাস। এবারই প্রথমবারের মতো লিডারশিপ গ্রুপে ঢুকলেন তিনি। হয়তো ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিসিবি তার কথাই ভাবছে। তাই এখন থেকেই সাকিবের অধীনে রেখে তৈরি করা হবে লিটনকে।

আগামী ১৬ জুন শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্ট। সেই ম্যাচ দিয়েই নতুন দফায় টেস্ট অধিনায়কত্ব শুরু করবেন সাকিব। লিটনের ক্যারিয়ারেরও নতুন অধ্যায় শুরু হতে চলেছে ১৬ জুনের অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে