অবশেষে সানি লিওনি বাংলাদেশে
বলিউডের অভিনেত্রী সানি লিওনি বাংলাদেশে এসেছেন।শাহজালালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিকেলে তিনি নিজেই ছবি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে। লিখেছেন,‘এই সুন্দর দেশে আসতে পেরে খুব খুশি!’
ইনস্টাগ্রামে সানি তার স্বামী এবং সংগীতশিল্পী তাপসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। তার ক্যাপশনের লিখেছেন, ‘ঢাকার পরিবারের সঙ্গে কিছু মজার সময়!’
সোলজার সিনেমায় শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চাইলে সানি লিওনিকে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারপরও তিনি কীভাবে ঢাকায় এলেন সে ব্যাপারে তাৎক্ষণিক মন্ত্রণালয়ের বক্তব্য পাওয়া যায়নি।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের আরেক প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট থেকে প্রযোজিত সোলজার সিনেমায় শুটিং করতে বাংলাদেশে আসার অনুমতি চেয়ে আবেদন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২ মার্চ অনুমতি দিয়ে ৯ মার্চ তা আবার বাতিল করে।
আবেদনে সানি লিওনির নাম লেখা হয়েছিল করণজিৎ কর ওয়েভার এবং তাকে বলা হয়েছিল আমেরিকান নাগরিক।
এর কারণ হিসেবে শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ জানান, তিনি ভিন্ন একটি নাম দিয়ে এবং মার্কিন নাগরিক দেখিয়ে, ছলনার আশ্রয় নেয়ার কারণে মন্ত্রণালয় তাকে অনুমতি দেয়নি।