আপনার আজকের দিনটি কেমন যাবে?

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ২:০৬ অপরাহ্ণ |
রাশিফল পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরন। যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তাহলে জেনে নিই, আজকের রাশিফল: ১২ জুলাই ২০২১
মেষ রাশি :
মেষ রাশির জাতক জাতিকার আয় রোজগারে অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। শিক্ষা ও শিক্ষা উপকরনের ব্যবসায়ীদের আশানুরুপ লাভের আশা রয়েছে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে চলতে থাকা মনমালিণ্য দূর করতে পারবেন। চাকরিজীবীদের রহস্যজনক উৎস থেকে আয়ের সুযোগ আসবে।
বৃষ রাশি :
বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে সফল হওয়ার দিন। কর্ম সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। নতুন চাকরির চেষ্টা হবে সফল। আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে পারবেন।
মিথুন রাশি :
মিথুন রাশির জাতক জাতিকার উচ্চ শিক্ষায় সাফল্য লাভের দিন। বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি হবে। আমদানী রপ্তাণী সংক্রান্ত বাণিজ্যে বহু লাভের আশা করতে পারেন। ভাগ্য সহায় থাকাতে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। জীবীকার সন্ধানে বিদেশ যাত্রার চেষ্টায় হবেন সফল।
কর্কট রাশি:
কর্কট রাশির জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আশানুরুপ লাভের সুযোগ আসবে। ব্যক্তিগত কিছু পাওনাদারের টাকা পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীক প্রয়োজনে ব্যাংক ঋণ লাভের যোগ প্রবল। বীমা বা ব্যাংক সঞ্চয়ের কিস্তির টাকা জমা দিতে পারবেন। রাস্তাঘাটে সাবধান হতে হবে। আইনগত জটিলতা ভোগাতে পারে।
সিংহ রাশি:
সিংহর জাতক জাতিকার সাংসারিজ জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর সাথে চলতে থাকা কিছু মনমালিণ্য দূর হয়ে যাবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন করে কোনো অংশিদার গ্রহনের প্রয়োজন দেখা দেবে। পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের যোগ।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক জাতিকার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে কিছু বাধা আসবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য নিতে পারেন। বিশ^স্ত কাজের লোকের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আশা। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। রহস্যজনক কাজ থেকে নিজেকে নিবৃত্ত করতে হবে। ব্যবসায় অগ্রগতির সময়।
তুলা রাশি:
তুলা রাশির জাতক জাতিকার দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য বলবান। কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। সন্তানের শিক্ষা জীবনে সাফল্য আসবে। রোমান্টিক সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা। দেখা দেবে অনাকাঙ্খীত জটিলতা। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক প্রত্যাশা পূরণের দিন। প্রভাবশালী আত্মীয়র কল্যাণে আটকে থাকা শিক্ষা জীবনে গতি আসতে চলেছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মায়ের সাহায্য পেতে পারেন। গৃহসংস্কারের কাজে সকলের সাহায্য পাওয়ার আশা। যানবাহন লাভের যোগ প্রবল।
ধনু রাশি:
ধনু রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ছোট ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় অগ্রগতি। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সরকারী সম্মাননা লাভের সুযোগ আসবে। অনলাইনের যোগাযোগে আর্থিক ভাবে লাভবান হবেন।
মকর রাশি:
মকর রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি কমে আসবে। ধার দেওয়া কিছু টাকা আদায় হওয়ার যোগ। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায়ীরা আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন। বাড়িতে ছোট ভাই বোনের আগমন হতে পারে। পেতে পারেন সকলের সাহায্য সহাযোগিতা।
কুম্ভ রাশি :
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তি জীবনে হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ আপনাকে লাভবান করতে পারে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।
মীন রাশি :
মীন রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক কাজে সাফল্য লাভের। ব্যবসায়ীদের বিদেশ যাত্রার প্রয়োজন হতে পারে। সাংসারিক প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হতে চলেছে। প্রবাসীদের কর্মজীবনে আশানুরুপ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। জীবনের প্রতিটি দিনকেই উপভোগ করতে হবে।
লেখক: জ্যোতিষ অভয় অমৃত দাস (Astrology : The Mirror Of Life)
ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে