আজ আপনার দিনটি কেমন যেতে পারে!

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১; সময়: ১২:১৩ অপরাহ্ণ |
আজ ২৫ আগস্ট ২০২১ রোজ বুধবার। এই দিনটি কেমন যেতে পারে আপনার এক নজরে দেখে নিন।
মেষ রাশি:
মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ট্যাক্স বা ট্রেড লাইসেন্স নবায়নে অর্থ ব্যয় হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। আয় রোজগারের জন্য দিনটি ততোটা বলবান নয়। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। প্রবাসীদের মনবাঞ্ছা পূরণের দিন। নাগরিকত্বর কোনো সংবাদ আসবে।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক ক্ষেত্রে আজ অগ্রগতি হবে। বকেয়া টাকা আদায়ের চেষ্টা হবে সফল। প্রেম ভালোবাসা নিয়ে কিছু দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনদের পরামর্শ কাজে আসবে। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির দিন। বন্ধুর সাথে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে পিতার সাহায্য সহাযোগিতা লাভ। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা বিরোধ দূর হয়ে যাবে। আয় রোজগারের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তির সাহায্য খুব প্রয়োজন হবে। বেকারদের চাকরি লাভের যোগ প্রবল।
কর্কট রাশি :
কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির দিন। বৈদেশিক প্রতিষ্ঠানে চাকরির চেষ্টায় সফল হবেন। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতির আশা। শিক্ষক বা গুরুজনদের সাহায্য আশা করতে পারেন। কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় করতে হবে। বিদেশ থেকে ভালো কোন সংবাদ লাভের আশা।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি একটু ঝামেলাপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীক পাওনাদারের তাগাদা বৃদ্ধির আশঙ্কা। আয় রোজগারের ক্ষেত্রে বার বার বাধা দেখা দেবে। প্রশাসনিক কোনো জটিলতায় পড়তে পারেন। ব্যাংক ঋণ লাভে দেখা দেবে বাধা। চিকিৎসা সংক্রান্ত কারনে অর্থ ব্যয় হতে পারে।
কন্যা রাশি :
কন্যা রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। নতুন কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য লাভের আশা। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কিছু আয় হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। আত্মীয়দের সাথে দেখা সাক্ষাতের যোগ প্রবল।
তুলা রাশি :
তুলা রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে জটিলতার। গোপন শত্রুতার শিকার হতে পারেন। শারীরিক ভাবে দিনটি খুব একটা ভালো যাবে না। কাজের লোক বা কর্মচারীদের দ্বারা ক্ষতির সম্মূখীণ হতে হবে। অনৈতিক সম্পর্কের কারনে দেখা দেবে গৃহ বিবাদ। বুঝে শুনে চলতে হবে।
বৃশ্চিক রাশি :
বৃশ্চিক রাশির জাতক জাতিকার প্রেম ভালোবাসার চেয়েও জীবনে বড় কিছু করার পেছনে সময় দিতে হবে। আর্থিক অগ্রগতি ব্যাতিত জীবনে সাফল্য লাভ সম্ভব নয়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে অগ্রগতির আশা। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন।
ধনু রাশি :
ধনু রাশির জাতক জাতিকার জীবনে আজ কোনো লালিত স্বপ্ন পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সফল হতে পারবেন। মায়ের ভূমি স্থাবরের অংশ প্রাপ্তির যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি হবে। প্রভাবশালী আত্মীয়র কল্যাণে কর্ম লাভের সুযোগ আসবে।
মকর রাশি :
মকর রাশির জাতক জাতিকার দিনটি অনলাইন ক্রয় বিক্রয়ে সাফল্যের। মিডিয়াতে কাজের চেষ্টা হবে সফল। ছোট ভাই বোনের কর্মস্থলে উন্নতির আশা। ব্যবসায়ীক কোনো তথ্য আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। চাকরিজীবীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রতিবেশীর সাহায্য লাভের আশা।
কুম্ভ রাশি :
কুম্ভের জাতক জাতিকার আজ ধনভাগ্য বলবান থাকবে। ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধির দিন। আদায় হবে ব্যবসায়ীক বকেয়া। কিছু অর্থ সঞ্চয়ের সুযোগ পাবেন। মনে রাখতে হবে সু সময়ের সঞ্চয়ই দুঃসময়ে আপনার বন্ধু। খাদ্য শষ্য ও ডেইরীর ব্যবসায়ীরা আশানুরুপ লাভের আশা করতে পারেন।
মীন রাশি :
মীনের জাতক জাতিকার সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। আর্থিক ক্ষেত্রে আজ লাভাই লাভ। অংশিদারী ব্যবসা বাণিজ্যে হবেন সফল। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। রাজনৈতিক ও সাঙ্গঠনিক হারানো সম্মান ফিরে আসবে। জীবনের বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে।
লেখক: জ্যোতিষ অভয় অমৃত দাস
ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে