আজ আপনার দিনটি কেমন যেতে পারে!

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |

রাশিফল পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরন। যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তাহলে জেনে নিই, আজকের রাশিফল: ৫ই সেপ্টেম্বর ২০২১,২১শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ, রোজ রবিবার।

 

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি হবে প্রত্যাশা পূরণের। সাংসারিক ক্ষেত্রে অগ্রগতি হবে। আত্মীয়দের সাহায্য সহযোগিতা পেতে চলেছেন। গৃহের জন্য আসবাবপত্র ক্রয় করার প্রয়োজন পড়বে। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ে সফল হবেন। সন্ধার পর প্রেমিক প্রেমিকাদের দেখা হওয়ার যোগ প্রবল। সৃজনশীল কাজের সাথে জড়িতদের কাজের আলোচনায় অগ্রগতি। সন্তানের জন্য কেনাকাটা করতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকার বৈদেশি যোগাযোগে অগ্রগতি হবে। নিজের গবেষণামূলক কাজে সফল হতে পারবেন। গণমাধ্যমকর্মীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের বিদেশ থেকে আসবে ভালো কোনো সুযোগ। ই-কমার্স ব্যবসায়ীরা কাঙ্খীত আয়ের সুযোগ পাবেন। ছোট ভাই বোনের সাহায্য সহাযোগিতা লাভের আশা। সন্ধার পর পারিবারিক ক্ষেত্রে অগ্রগতি। আত্মীয়র সাহায্য লাভ।

 

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া অর্থ লাভের। ব্যবসায়ীক কাজে আজ লাভবান হবেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় হবেন সফল। সঞ্চয়ের সুযোগ আসবে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করতে পারেন। ধার দেওয়া টাকা ফিরে পেতে পারেন। বিকালের পর বিদেশ থেকে ভালো সংবাদ লাভের আশা। ছোট ভাই বোনের বিবাহর আলোচনায় অগ্রগতি হবে।

 

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার জীবনে আসবে আয় রোজগারের সুযোগ। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে পেতে পারেন। জীবনের প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। সাংসারিক জীবনে পাবেন আত্মীয় কুটম্বর সাহায্য। খাদ্য ও রেস্তোরা ব্যবসা শুভ। সন্ধার পর বকেয়া বিল আদায়ে সফল হবেন। কিছু টাকা সঞ্চয় হতে পারে।

 

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি একটু ব্যয়বহুল থাকবে। কাজের প্রয়োজনেই দূরে কোথাও যাত্রা করতে পারেন। প্রবাসীদের দৈনন্দিন কাজে দেখা দেবে জটিলতা। মন খারাপ করা চলবে না। নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ শেষ করার চেষ্টা করুন। সন্ধার পর আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সাঙ্গঠনিক ভাবে হারানো পদ উদ্ধারের দিন।

 

কন্যা রাশি: কন্যার জাতক জাতিকার দিনটি সকালের দিকে আশানুরুপ আয় রোজগারের। বকেয়া বিল বেতন আদায় হতে পারে। ব্যবসায়ীক কাজে আজ আশানুরুপ লাভের যোগ। সন্ধার পর সময় হতে পারে ব্যয় বহুল। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনা সফল হবে। প্রবাসী বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য লাভ।

 

তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। বেকারদের নতুন কর্ম লাভের সুযোগ আসবে। আয় রোজগারের চেষ্টা হবে সফল। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। সন্ধার পর অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে বেচাকেনা বৃদ্ধি পাবে। বন্ধুর সাহায্য পাওয়ায় নতুন বিনিয়োগে ভালো লাভের যোগ।

 

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্য বিড়ম্বনা কমে আসবে। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ সফল হওয়ার দিন। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা আবার আরম্ভর সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক গবেষণামূলক কাজে সফল হবেন। সন্ধার পর সাঙ্গঠনিক ও রাজনৈতিক কাজে সফল হওয়ার আশা। পিতার দোয়া ও আশীর্বাদ পাবেন।

 

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যাংক সংক্রান্ত কাজে সফল হওয়ার দিন। ব্যবসায়ীক প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে হবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে কাঙ্খীত লাভের আশা করতে পারেন। চিকিৎসা ও ঔষধ ব্যবসায় আশানুরুপ লাভ হবে। পাওনাদারের টাকা পরিশোধের সুযোগ পাবেন। সন্ধার পর বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। প্রবাসী কারো সাহায্য পেতে পারেন।

 

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার অংশিদারী ব্যবসায় সফল হওয়ার দিন। ব্যবসায়ীক কাজে যোগাযোগ বৃদ্ধি পাবে। জীবন সাথীর কর্মজীবনে উন্নতি হতে চলেছে। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা হবেন সফল। জীবনের প্রতিটি বিষয় জীবন সাথীর সাথে আলোচনা করাটা বুদ্ধিমানের হবে। সন্ধার পর সাবধানে চলবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান হোন।

 

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার কর্মস্থলে দেখা দেবে কিছু জটিলতা। সহকর্মীদের কারো গোপন শত্রুতার কবলে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগীদের দ্বারা হবেন বাধাগ্রস্ত। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। কাজের লোকের উপর অতিরিক্ত নির্ভরশীল হলে ভুল হবে। সন্ধার পর ব্যবসায়ীক ভাবে হবেন লাভবান। অংশিদারী চুক্তি হতে পারে।

 

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি হবে সৃজনশীল কাজে সাফল্যের। প্রেম ভালোবাসায় ও নিজের কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সন্তানের সাথে চলতে থাকা দূরত্ব ধীরে ধীরে কমে আসবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্ধার পর কাজের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা। মূল্যবান কিছু হারানোর ভয় রয়েছে।

জ্যোতিষ : অভয় অমৃত দাস

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে