ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২; সময়: ১১:২০ পূর্বাহ্ণ |

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া দেশটিতে আরও দুটি স্থানে বিস্ফোরণ হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

রাশিয়ার হামলার আশঙ্কার মধ্যেই রাজধানীতে বিস্ফোরণের খবর পাওয়া গেল।

সংবাদদাতারা এর আগে নিশ্চিত করেছেন, তাঁরা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক ও ক্রামতোর্স্কে বিকট শব্দ শুনেছেন।

বিবিসি’র সাংবাদিক পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে আছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি প্রায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেওয়া ভাষণে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করার ঘোষণা দেন।

সূত্রঃবিবিসি

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে