করোনায় আক্রান্ত আইনমন্ত্রী
প্রকাশিত: জুন ১১, ২০২২; সময়: ১০:৩৮ অপরাহ্ণ |
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আইন মন্ত্রণালয় থেকে আজ শনিবার গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আইনমন্ত্রী এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনমন্ত্রী গত বৃহস্পতিবার হঠাৎ জ্বর অনুভব করেন। ওই দিনই তিনি বাসায় পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। জ্বর দিয়ে করোনার লক্ষণ শুরু হয়।
আইনমন্ত্রী বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হলেও জানাজানি হয় আজ শনিবার। হোটেল ওয়েস্টিনে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল আইনমন্ত্রীর। তিনি যাননি। তখনই সবাই জানতে পারেন মন্ত্রীর করোনা পজিটিভ।