কুতুবদিয়ায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২; সময়: ১২:১০ অপরাহ্ণ |

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের লবনের বোটে লবন তুলতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন সাহাব উদ্দিন (৬০)।

প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিনও (৪৫) বজ্রপাতে মারাত্বকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে