কুমিরা হাইওয়ে পুলিশের ৫ সদস্যকে প্রত্যাহার
প্রকাশিত: মে ১৩, ২০২২; সময়: ২:৪৮ অপরাহ্ণ |
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ।
পুলিশ সুপারের নির্দেশ পাওয়ার পরপরই বৃহস্পতিবার (১২ মে) দুপুরে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে কুমিল্লা হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) মো. মাসুদ, কনস্টেবল মো. লোকমান, মো. করিম, জহিরুল ইসলাম ও মো. আমান।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস অংশে দায়িত্ব পালন করছিলেন ওই পাঁচ পুলিশ সদস্য। এ সময় বিভিন্ন গাড়ির চালক, পরিবহনশ্রমিক ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।