কুসিক নির্বাচন: কোটিপতি সাক্কু, নগদ টাকা নেই রিফাতের

প্রকাশিত: মে ২০, ২০২২; সময়: ৪:০৩ অপরাহ্ণ |

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক ওরফে সাক্কুর নগদ টাকা রয়েছে কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১৯ মে) মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীদের হলফনামায় থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের কোনো নগদ টাকা নেই। এছাড়াও স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ তিন প্রার্থীর কোনো গাড়ি নেই।

হলফনামায় প্রার্থী মনিরুল হক সাক্কু উল্লেখ করেছেন, তিনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন। নিজের ও স্ত্রীর মোট দুইটি গাড়ি রয়েছে। তিনি পেশায় ঠিকাদার। তবে মেয়র থাকাকালীন সময়ে তিনি ঠিকাদারি কাজ করেননি।

তার দেওয়া তথ্য মতে, তার নগদ টাকা আছে এক কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৮৯২ টাকা। ব্যাংকে আছে ২ লাখ ৯৪ হাজার টাকা। স্বর্ণ আছে নিজের ১০ তোলা, স্ত্রীর ১০ তোলা। দুদক ও আয়কর বিভাগের দুই মামলা বিচারাধীন রয়েছে।

হলফনামায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিএ। তার নিজের দুইটি গাড়ি রয়েছে। পেশা ঠিকাদারি। নগদ টাকা নেই। ব্যাংকে আছে ৬১ লাখ ২ হাজার ৪৯৫ টাকা। পোস্টাল সেভিংসে আছে ৭৮ লাখ ৬৭ হাজার ৪৫৪ টাকা। স্বর্ণ নিজের ২০ ভরি, স্ত্রীর রয়েছে ৩০ ভরি। কোনো মামলা চলমান নেই।

হলফনামায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিএসএস। নিজের ও স্ত্রীর মোট দুইটি গাড়ি রয়েছে। তার পেশা ঠিকাদারি। নগদ টাকা আছে ২ লাখ ৪২ হাজার ৭৪২ টাকা। ব্যাংকে আছে ৩ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা। স্বর্ণ নিজের ২৫ তোলা, স্ত্রীর রয়েছে ৫০ তোলা। তার নামে ফৌজদারি দুইটি মামলা বিচারাধীন।

হলফনামায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কায়সার উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা বিকম। তার গাড়ি নেই। পেশায় ব্যবসায়ী। নগদ টাকা আছে ৩৮ লাখ ৭২ হাজার ৯৩৫ টাকা। ব্যাংকে আছে ৩ লাখ ২ হাজার ৪৯৭ টাকা। স্বর্ণ নিজের ২০ তোলা, স্ত্রীর আছে ২০ ভরি। তার আটটি মামলা বিচারাধীন রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল তার হলফনামায় উল্লেখ করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার গাড়ি নেই। পেশা ব্যবসা। নগদ টাকা আছে ৩ লাখ ২০ হাজার। ব্যাংকে আছে ৫ হাজার টাকা। স্বর্ণ বিয়ের উপহার ৩০ ভরি। তার দুইটি মামলা বিচারাধীন।

হলফনামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম উল্লেখ করেন, তার শিক্ষাগত যোগ্যতা কামিল। যা এমএ সমমান। তার গাড়ি নেই। তিনি পেশায় কলেজ শিক্ষক। নগদ টাকা আছে ৫০ হাজার। ব্যাংকে আছে ২ লাখ ৪২৮ টাকা। স্ত্রীর স্বর্ণ আছে ২ ভরি। তার নামে কোনো মামলা নেই।

উল্লেখ্য, আগামী ২৬ মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৭ মে প্রতীক বরাদ্দ। ১৫ জুন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে