কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়ায় উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ অক্টোবর রবিবার সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সারাদেশে ইলিশ মাছ নিষিদ্ধ “সরকারি নির্দেশনা বাস্তবায়নের নিমিত্ত” এ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এ সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়- বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। অদ্য মোবাইল কোর্ট পরিচালনা কালে ইলিশ মাছ বিক্রি ও চিংড়িতে জেলি ব্যবহারের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ৩ টি মামলায় মোট ১৫,০০০ টাকা এবং ৫৬ কেজি ইলিশ মাছ ও ৫ কেজি চিংড়ি জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ৪ টি এতিমখানায় বিতরণ করা হয় ও চিংড়ি গুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা মহোদয়।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈকত শর্মা, অফিস সহায়ক বাবলু শীল এবং পুলিশ বাহিনীর ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
এসময় উপজেলা প্রশাসন আরও জানান, জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিরাজ নাথ