খুলনার ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
মহাসড়কে নসিমন ও করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে আগামী বুধবার (১ জুন) থেকে খুলনার ১৮টি রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট প্রত্যাহার করেছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে মালিক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সূত্রে জানায়,প্রশাসন আশ্বাস দিয়েছে যার কারণে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তারা বলেছে ধর্মঘট প্রত্যাহার করে নেন আমরা আগামী বুধবার থেকে সড়ক-মহাসড়ক থেকে নসিমন ও করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটকাবো।বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে।
এর আগে সোমবার (৩০ মে) সড়ক-মহাসড়কে নসিমন ও করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সংগঠন দুটি।