গণটিকা কার্যক্রম হচ্ছে না – স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |

দেশে যখন টিকা আসবে (সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে) নিবন্ধন করেই সবাইকে নিতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

প্রথম ডোজ দেওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া যায় কিনা সে বিষয়েও ‘ভাবা হচ্ছে’ বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘দ্বিতীয় ডোজ টিকার সময়সীমা ১৫ থেকে ২০ দিন করার চিন্তা করছে সরকার। এটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা চলছে।

আগামী সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‘এ মাসে কিছু (টিকা) আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে।’ এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে