চট্টগ্রামে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২; সময়: ১:২৪ অপরাহ্ণ |

হালিশহর থানা পুলিশ কর্তৃক চট্টগ্রাম মহানগরী সহ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার করা সহ ০৯ (নয়)টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গত ২৩/০২/২০২২ ইং তারিখ এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত্রি ২৩:৫০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ পান যে, হালিশহর থানাধীন মাদার্য্যপাড়া সাকিনে ১। মোঃ আলমগীর হোসেন (৩৭), ২। মোঃ নাহিদুল ইসলাম প্রঃ নাহিদ (২০)দ্বয়ের নিকট ০১ (এক)টি কালো রংয়ের বাজাজ কোম্পানীর চোরাই মোটর সাইকেল আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হালিশহর থানাধীন মাদার্য্যপাড়া মসজিদ সংলগ্ন গলির মুখে লুকানো অবস্থা হতে উক্ত মোটর সাইকেল উদ্ধার করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় কিনারা সাকিনস্থ মন্নান(৩৫) এর দোকান হতে ০৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় চৌদ্দগ্রাম থানাধীন নেতরা সাকিনস্থ মোঃ বাবুল মিয়া প্রঃ বাবলু মিয়া(৩৪) এর বসত ঘরের বারান্দা হতে ০৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও অভিযান পরিচালনা করে আব্দুল মালেক প্রঃ সোহাগ (২৫) গ্রেফতার করে এবং আরও ০১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে।

আটককৃতরা হলোঃ

১। মোঃ আলমগীর হোসেন (৩৭), পিতা- আবদুছ ছাত্তার, মাতা- জাহানারা বেগম, সাং-মীর আহাম্মদপুর, থানা-বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী বর্তমানে- ঈদগাঁ, মাদার্য্যপাড়া, সোবাহান হাজীর পুরাতন বাড়ি, শফি আলম এর বিল্ডিং, থানা-হালিশহর, চট্টগ্রাম।
২। মোঃ নাহিদুল ইসলাম প্রঃ নাহিদ (২০), পিতা-মোশারফ হোসেন, মাতা-শাহানা বেগম, স্ত্রী-আফরোজা আক্তার জুলি, সাং-সরনপাহাড়তলী, পালোয়ান বাড়ী, থানা ও জেলা-ফেনী বর্তমানে-ঈদগাঁ, মাদার্য্যপাড়া, সোবাহান হাজীর নতুন বাড়ি, লোকমানের ঘর, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ মন্নান (৩৫), পিতা-আবুল কাশেম, মাতা-পেয়ারা বেগম, সাং-খন্দকার বাড়ী,কিনারা, ঢালুয়া ইউপি, থানা-নাঙ্গল কোট জেলা-কুমিল্লা,
৪। মোঃ বাবুল মিয়া প্রঃ বাবলু মিয়া(৩৪), পিতা-আব্দুল মালেক, মাতা-রওশন আরা বেগম, সাং-দাই বাড়ী, ঝাটিয়ার খিল, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
৫। আব্দুল মালেক প্রঃ সোহাগ (২৫), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-বিবি মরিয়ম, সাং-আমিরাবাদ, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম।

উদ্ধারকৃত মোটরসাইকেলঃ

১। ০১ (এক)টি কালো রংয়ের বাজাজ কোম্পানীর ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JZMBT H27667. চ্যাসিস নং- MD2D6JZZTNH92958.
২। ০১ (এক)টি লাল রংয়ের বাজাজ কোম্পানীর ডিসকভার ১০০ সিসি, মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JBZWD G63703. চ্যাসিস নং- MB2A14AZ9DN090787.
৩। ০১ (এক)টি কালো রংয়ের হিরো কোম্পানীর ইগনিটর ১২৫ সিসি, মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JA06EH K9C23148. চ্যাসিস নং- PS1JAS027KJH00250.
৪। ০১ (এক)টি লাল রংয়ের হিরো কোম্পানীর গ্লামার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JA06EJGGG29659. চ্যাসিস নং- MBLJA06ANGGG00405.
৫। ০১ (এক)টি লাল রংয়ের বাজাজ কোম্পানীর পালসার ১৫০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHGBSJ70785. চ্যাসিস নং- MD2DHDHZZSCJ80059.
৬। ০১ (এক)টি লাল রংয়ের বাজাজ কোম্পানীর পালসার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHGBSE-31704. চ্যাসিস নং-ঘষামাজা।
৭। ০১ (এক)টি নীল রংয়ের সুজুকি কোম্পানীর জিগসার মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- BGA1-439468. চ্যাসিস নং- MB8NG4BAJH9111787.
৮। ০১(এক)টি রেজিষ্ট্রেশন বিহীন ১৫০ সিসি কালো রংয়ের বাজাজ PULSER কোম্পানীর মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- DHGPRD26907 (কয়েকটি ডিজিট ঘষামাজা করা). চ্যাসিস নং- MD2DHDHZZR, (কয়েকটি ডিজিট ঘষামাজা করা
৯। ০১(এক)টি নীল রংয়ের বাজাজ PULSAR, মোটর সাইকেল রেজিঃ নং- চট্ট মেট্রো-ল-১১-৩৮২২, যার ইঞ্জিন নং- DHGBRC06692, চ্যাসিস নং- MD2DHDH77P60 06055.

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে