চট্টগ্রাম নগরে ১১ ছিনতাইকারী আটক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২; সময়: ২:৫৩ অপরাহ্ণ |

চট্টগ্রামে অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, তারা ছিনতাইয়ের জন্য নগরের বিভিন্ন স্থানে ওৎ পেতে ছিল।

মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে নগরের খুলশী ও সদরঘাট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১১ ছিনতাইকারী হলো—মিন্টু দাশ (৩১), বেলাল হোসেন (৩২), মো. জাহিদ (৩০), বিপ্লব চৌধুরী (৪৩), সুমন প্রকাশ চাকমা সুমন (২৩), মো. সাকিব (২৫), রুবেল কান্তি দাশ (৩২), মো. খোকন (২৫), খোকন হাওলাদার (৩০), জসিম উদ্দিন (২৫) ও নুরুল ইসলাম (৪৫)। এদের মধ্যে মিন্টু দাশ ২০১৩ সালে পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নোবেল চাকমা জানান, মিন্টু ও বেলাল গত ১ এপ্রিল জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসে। আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। নগরের টাইগারপাস এলাকায় ছিনতাইয়ের জন্য অবস্থান নেয় মিন্টু, বেলাল, জাহিদ ও বিপ্লবসহ তাদের কয়েকজন সহযোগী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আমবাগান এলাকা থেকে সুমন, সাকিব ও রুবেল এবং সদরঘাট থানার রশিদ বিল্ডিং এলাকা থেকে খোকন, খোকন হাওলাদার, জসিম উদ্দিন ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পথচারী ও মার্কেটগামী লোকজনকে টার্গেট করে ওৎ পেতে ছিল।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে