চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কাউন্সিল জুনে
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাউন্সিল আগামী জুনে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক টিম।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর ১৫ থানার সাংগঠনিক কার্যক্রম তদারকির জন্য ১৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সভায় সাংগঠনিক টিমগুলোর প্রধানদের অনুমোদন দেওয়া হয়েছে।
‘আগামীকাল (বুধবার) সন্ধ্যায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলস বৈঠক করে ১৫টি থানার সাংগঠনিক টিমকে পূর্ণাঙ্গ রূপ দেবেন। মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির ৬২ জনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে ৬০ জনকে ভাগ করে চারজন করে ১৫টি সাংগঠনিক টিমে দায়িত্ব দেওয়া হবে।’
স্বপন বলেন, এসব সাংগঠনিক টিম থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহবায়কদের সঙ্গে নিয়ে তারা কাজ করবে। এরই মধ্যে যেসব ইউনিট সম্মেলন হয়েছে, তাতে কিছু অভিযোগ এসেছে। থানার সাংগঠনিক টিম এসব অভিযোগগুলোর সত্যতা যাচাই করবেন। এসব সম্মেলনে কোনো অনিয়ম হয়ে থাকলে তারা বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। অথবা তারা সুপারিশ আকারে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের কাছে পাঠাবেন। এজন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ দলের নেতাকর্মীরা।