চাকতাইয়ে পণ্যবাহী ট্রাকে আবারও চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীদের

প্রকাশিত: জুন ২৯, ২০২২; সময়: ৯:৩৫ অপরাহ্ণ |

চাকতাইয়ে ব্যবসায়ীদের প্রতিরোধে ও প্রশাসনের হস্তক্ষেপের ফলে চাঁদাবাজি সাময়িক বন্ধ হলেও এখন আবারো গোপনে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতারা।

গত মঙ্গলবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ অভিযোগ করা হয়।

সভায় বক্তারা বলেন, চকতাই এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিজাম উদ্দিন প্রকাশ গাঁজা কাজল ও তার বাহিনী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে অন্যায়ভাবে চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজি থেকে রক্ষা পেতে গত ১ জুন পুলিশ কমিশনার বরাবরে চাকতাই এলাকার ৮টি ব্যবসায়ী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক গাঁজা কাজল ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন চকবাজার জোনের সহকারী উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগদাতারা তথ্য প্রমাণসহ লিখিত বক্তব্য দাখিল করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে চাকতাইকে চাঁদাবাজি মুক্ত রাখার প্রতিশ্রুতি দেয়া হয়।

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি হাজী ওমর আজম, সাধারণ সম্পাদক হাজী ফরিদ উদ্দিন আহমেদ, সহ সভাপতি মো. আবসার উদ্দিন, সহ-সভাপতি মো. ফয়েজুল্লাহ চৌধুরী বাহাদুর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আব্বাস তালুকদার, সহ-াধারণ সম্পাদক মো.আহসান খালেদ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক শান্ত দাশগুপ্তসহ প্রমুখ।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে