চান্দগাঁও যুবলীগ -ছাত্রলীগের হরতাল বিরোধী সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩; সময়: ৭:৪৯ অপরাহ্ণ |

বিএনপির ডাকে হরতালের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রামের চান্দগাঁও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) নগরীর সিএন্ডবি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ শওকত আলী সভাপতিত্বে এবং চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নুরুন নবী সাহেদ এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, শামশুল আল, ওমন খৈওম তৈয়ব, মো জিসম , ফারুক মোহাম্মাদ, ৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সরওয়ার খান,সহ -সভাপতি মুহাম্মদ হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন মাইনু, নুর মুহাম্মাদ খুকন, যুবলীগের সদস্য
নাজমুল আনম খান,সাইফুদ্দিন যন্টু ,আব্দুল্লাহ আল সুমন, আলম দিদার ,আসফাক হোসেন খান আমির হাসান ,রাশেদুল ইসলাম,মাইনুল হোসেন রুবেল ,রুক্নুজ্জামান রুমান ,ওয়াসিম বেঠ ,মুহাম্মদ ইস্মান ,মুহাম্মদ জামাল,মুহাম্মদ হোসেন ,মুহাম্মদ কইবাল,মোঃজাহেদ,মুহাম্মদ লিটন উদ্দিন ,জাহেদ হোসেন,মুহাম্মাদ টিপু,মোঃআবছার ,নুরুল আনম,সাইফুদ্দিন ছিদ্দীক মনি ,মুহাম্মদ হাসান ,মুহাম্মদ আজম ,মুহাম্মদ হাসান ,ইঞ্জি: মোঃদিদার ,শাহাদাত হোসেন ঠিটু ,মুহাম্মদ পারভেজ ,মুহাম্মদ আলী ,মুহাম্মদ মুন্যা,আব্দুর রহমান বাহাদুর,মুহাম্মদ সেকান্দর ,সিজানুল ইসলাম তপু সেচ্ছায়সেবক লীগ নেতা নুরুজ্জামান রিপন , তারিক ইসলাম চৌধুরী তানিম, জাবেদ হোসেন জিকু চান্দগাও থানা ছাত্রলীগ নেতা ,নুর মো সানি ,দিদারুল হাসান শাহিন ,মোঃ পিপলু, বিজয় , সিফাত,ইমরান ,রাশেদ
৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দীন জুমন, আমিনুল ইসলাম রোহান , মামুন রশিদ মামুন, সদস্য মাহির আল ফয়সাল, রিদয়

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে