ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে র‌্যাবের হাতে আটক ৬

প্রকাশিত: মার্চ ১৪, ২০২২; সময়: ৫:১২ অপরাহ্ণ |

রোববার (১৩ মার্চ) দিবাগত মধ্যরাতে কক্সবাজার শহরের পর্যটন জোন সুগন্ধা পয়েন্টের সাংস্কৃতিক কেন্দ্রের পাশ থেকে ৬ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা ও খুরসহ ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন— শাহাবুদ্দিন (২৭), শাহিন আলম রিয়াজ (১৭), রিফাত মিয়া (১৫),সাদ্দাম হোসেন (১৫), জনি কান্তি নাথ (২৩) ও মোহাম্মদ খোকন (২০)।

র‌্যাব ১৫ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোহাম্মদ বিল্লাল উদ্দিন জানান, একদল ছিনতাইকারি পর্যটন এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা ও খুরসহ ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটকরা জিজ্ঞাসাবাদে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের টার্গেট করে সৈকতের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র, সুগন্ধা পয়েন্ট ও লাবণী পয়েন্ট এলাকায় অর্থ ও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে