তামাকুন্ডি লেইনে পুলিশের অভিযানে মোবাইল চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক! -উদ্ধার ১১৭টি হ্যান্ডসেট

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২; সময়: ১১:২২ অপরাহ্ণ |

বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলগুলো চুরির পর সিডিএ মার্কেটের ঐ দোকানে মাত্র কয়েক সেকেন্ডেই আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলা হতো। মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের প্রায় ৫-৬ মাস পর মোবাইলগুলো পুনরায় বিক্রি করা হতো।

বৃহস্পতিবার(৭ই এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(দক্ষিণ) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্যই দিয়েছেন সিএমপি’র উপ-কমিশনার মোঃ জসিম উদ্দীন।

সংবাদ সম্মেলনে সিএমপি’র উপ-কমিশনার মোঃ জসিম উদ্দীন বলেন, ” পুলিশ চেকপোস্টে সাজ্জাদ(২০)কে কয়েকটি চোরাই মোবাইল সহ আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি দোকানে তল্লাশি চালানো হয়। বিভিন্ন সময়ে চুরি হওয়া মোবাইলগুলো ঐ দোকানে নেওয়ার পর মাত্র কয়েক সেকেন্ড বা বড়জোড় ১ মিনিটেই মোবাইলগুলোর আইএমইআই নাম্বার পরিবর্তন করে দেওয়া হতো। তবে আইএমইআই নাম্বার পরিবর্তনের ৫-৬ মাস পরেই মোবাইলগুলো পুনরায় বিক্রি করা হতো।”

এর আগে গতকাল বুধবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডিতে অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল, আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপসহ তিনজনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- সাতকানিয়া ৯ নং ওয়ার্ডের পশ্চিম হাটিয়া এলাকার কবির আহমেদের ছেলে হাবিবুল্লাহ মেজবাহ (২৫), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার বদিউল আলমের ছেলে মো. রাশেদ (২০),ফেনীর নতুন বাজার এলাকার মো. সেলিমের ছেলে মো. সাজ্জাদ (২০)।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে