ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামানের মায়ের মৃত্যু
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জামান সিআইপির মাতা হাজী মোছাম্মৎ মোস্তফা খাতুন ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) যোহরের নামাজের পর জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। তিনি দুই পুত্র, পাঁচ কন্যা, নাতী নাতনি, পুত্রবধুসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মোছাম্মৎ মোস্তফা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাফর আহমদ, সদস্য শওকতুল আলম, সেলিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম, হাটহাজারী আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, ফটিকছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ডা.একেএম তৌহিদুল আলম, গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার, উত্তর জেলা বিএনপি নেতা এসএম ফারুখ, মাওলানা সোলায়মান আনসারী, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ইদ্রিছ মিয়া তালুকদার, মুজিবুল আলম, সিরাজুল হক বাবুল, সালাউদ্দিন চৌধুরী, নুরুল আহসান লাভু, অ্যাডভোকেট মো.শামীম. হাসানুজ্জামান বাচ্চু, সরোয়ার মোর্শেদ, মো.রফিক, মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, আবু বক্কর সিদ্দিকী, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, এজাহার মিয়া চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, এম এ মনছুর, সেকান্দর মিয়া, জসীম উদ্দিন,হাটহাজারী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি, ফটিকছড়ি উজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহনেওয়াজসহ অন্যরা।
নামাজের জানাযায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আলকাদেরী।