নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে ‘উই’

প্রকাশিত: মে ২৮, ২০২২; সময়: ১১:৫৬ অপরাহ্ণ |

নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ এর আয়োজনে বছরব্যাপী প্রশিক্ষণ চলছে সফট স্কিলের ওপর। ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস উইকে এ ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছে। যার মাধ্যমে উই এর উদ্যোক্তারা নিজেদের সফট স্কিল এবং সেই সঙ্গে তাদের উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।

শনিবার (২৮ মে) বেলা ১১টায় রাজধানীর গুলশানে অবস্থিত ‘ভারত ভবনে’ প্রশিক্ষণ ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রশিক্ষণের বিষয়বস্তু হলো ‘ইন্টার পার্সোনাল স্কিল। এ ট্রেনিংয়ের মাধ্যমে একজন উদ্যোক্তার ব্যবসায়িক যোগাযোগের উন্নতি, ব্যবসায়িক দক্ষতা ও টিম ম্যানেজমেন্টে ভারসাম্য আনার ব্যাপারে জানতে ও শিখতে পারবেন। এ সেশনটি ব্যবসা পরিচালনা পদ্ধতিকে সুচারু করে তুলতে এবং ক্লায়েন্টের সঙ্গে ব্যবসায়িক সখ্য গড়ে তুলতে সাহায্য করবে। আলাদা করে সময় বের না করে দৈনন্দিন রুটিনের মধ্যে থেকেই কিভাবে ইন্টার পারসোনাল স্কিলস ডেভেলপ করা সম্ভব তা নিয়েও আলোচনা করা হবে।

উই এর যারা সাবস্ক্রাইবার এবং নিয়মিত উদ্যোক্তা সবার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনের সার্বিক সহযোগিতায় কাজ করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাস, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং সিল্কক গ্লোবাল এর সিইও, উই এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।

সফট স্কিল এর এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে- www.weforumbd.org

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে