পাহাড় ধসের শঙ্কায় ৯০ পরিবারকে সরানো হলো চট্টগ্রামে
দেশের উপকূলীয় এলাকায় জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর ফলে ভয় জেগেছে পাহাড় ধ্বসের। পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে বসবাসরত ৯০টি পরিবারের প্রায় ৩০০ জন সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত থেকে নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিয়ে ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন স্থান থেকে ৯০টি পরিবারের ৩০০ জন সদস্যকে সরিয়ে নিয়ে এসেছি। আশ্রয়কেন্দ্রগুলো হলো- আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, লালখান বাজার প্রথমিক বিদ্যালয় ও ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়।