প্রবর্তক সংঘের আবাসিক হোস্টেলে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১; সময়: ১১:৪০ পূর্বাহ্ণ |

নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এর আবাসিক হোস্টেলে সোনিয়া দাশ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬ জুলাই) ভোরে পুলিশ আবাসিক হোস্টেলের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করে।

আত্মহননকারী সোনিয়া সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার লালু দাশের মেয়ে।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, এসএসসি পরীক্ষার্থী সোনিয়া নিজ কক্ষের ফ্যানের জন্য লোহার আংটার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রবর্তক সংঘে মোবাইল ফোন ব্যবহার নিষেধ। গত এপ্রিল মাসে সোনিয়ার কাছ থেকে প্রবর্তক কর্তৃপক্ষ ফোনটি নিয়ে নেয়। এই নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। এর প্রেক্ষিতে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অনেকে। কারণ এর আগেও বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে সেখানে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে