প্রবর্তক সংঘের মামলায় ইসকনের ৮ ব্রহ্মচারীর জামিন
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আট জন গৃহত্যাগী ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সব অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত।
মামলার এজাহারে জানা যায়, গত ১ জুলাই সাধারণ জখম ও ক্ষতি সাধনের অভিযোগে প্রবর্তক সংঘের পক্ষে জনৈক বিপ্লব চৌধুরী ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আটজন গৃহত্যাগী ব্রহ্মচারীর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ব্রহ্মচারীদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মিঠুন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের ব্রহ্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মিথ্যা ও হয়রানিকর মামলাটি দায়ের করে।
এই মামলায় ১৫ ই জুলাই আটজন ব্রহ্মচারী আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক হোসাইন মোহাম্মদ রেজা সকল আসামীর জামিন মঞ্জুর করেন।তিনি আরো জানান ব্রহ্মচারীদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে এবং আশা করি আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো।