ফটোসাংবাদিক সৌরভ দাশের বাবার মৃত্যুতে সিইউজের শোক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩; সময়: ২:৫৯ অপরাহ্ণ |
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক সৌরভ দাশের পিতা সুজিত দাশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিইউজে।
বুধবার (৯ আগস্ট) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
সৌরভ দাশের পিতা সুজিত দাশ মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরে রহমতগঞ্জের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
বুধবার সকাল ১০টায় পটিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।