‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে অনুভব করেন’

প্রকাশিত: এপ্রিল ১, ২০২২; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে অনুভব করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। শুক্রবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঋষি মতিলাল স্মৃতি সংসদের উদ্যোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে সংবর্ধনা প্রদানকালে তিনি একথা বলেন। ‘

সংবির্ধত অতিথিরা হলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি দেবাশীষ নাথ দেবু, সহ সভাপতি সুজিত দাশ ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

ঋষি মতিলাল স্মৃতি সংসদের সদস্য সচিব অ্যাডভোকেট শুভাশীষ শর্মার সভাপতিত্বে এবং লিপটন দেবনাথ লিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রীপাদ তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সদস্য শ্রীপাদ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বিশিষ্ট চিকিৎসক ডা.কথক দাশ, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সদস্য শুভ্রদেব কর ,সমাজসেবক ও সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম মহানগর সম্পাদক অমিত ধর, হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট যীশু রক্ষিত, বিশ্ব সনাতন ঐক্যের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক লিংকন তালুকদার, জাগো হিন্দু পরিষদ নেতা জুয়েল আইচ অর্ক, নারী নেত্রী রাধা দেবী টুনটুমুন, নন্দীতা দাশগুপ্তা, তরণু সংগঠক অজয় দত্ত, ভ্রাম্যমাণ গীতাসংঘরে সুদীপ শর্মা, জয়া বল তপু, পূরবী দাশসহ অন্যরা।

ড.অনুপম সেন বলেন, আমরা একটি আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলাম। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৪ নভেম্বর একটি অসাধারণ সংবিধান আমাদের উপহার দিয়েছিলেন। স্বাধীনতার মাত্র ১০ মাসের মধ্যে তিনি সেই অসাধারণ সংবিধান আমাদের দিয়েছিলেন। সেই সংবিধান দেওয়ার সময় বঙ্গবন্ধু বলেছিলেন এটি বাঙালির প্রথম সংবিধান। সেখানে তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্ট্রানের সংবিধান বলেননি, বাঙালির সংবিধান বলেছিলেন। তিনি বলেছিলেন, এই দেশে প্রত্যেকে প্রত্যেকের ধর্মচর্চা করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। বঙ্গবন্ধু এমন একটি দেশ চেয়েছিলেন, যে দেশ কারো কাছে মাথা নোয়াবে না। সেই দেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ঋষি মতিলাল মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তেমন আজকে যারা স্বেচ্ছাসেবক লীগে যারা পদবী পেয়েছেন। তারাও স্বেচ্ছায় মানুষের সেবা করবেন, তাদের জন্য কাজ করবেন। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তাই মানুষের সেবা করতে হবে। মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন। তার প্রার্থণাই শ্রেষ্ঠ যে মানুষকে ভালোবাসে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কারণ সাম্প্রদায়িকতা শুধু কোনো ধর্মের শত্রু না পুরো জাতির শত্রু।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে