বাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে চালক,হেলপার গ্রেফতার
গত (১৯ মে) বৃহস্পতিবার রাত ০৯.০০ ঘটিকার দিকে গার্মেন্টস ছুটি শেষে কোম্পানী কর্তৃক নিয়োজিত কন্ট্রাক্টরের বাস যোগে ভিকটিম বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসে চালক ও হেলপার ব্যতীত বাসে আরো ১০/১২ জন গার্মেন্টস কর্মী ছিল। বাসটি সকল গার্মেন্টসকর্মীদের নিয়ে সিএন্ডবি হতে রওয়ানা হয়ে বিভিন্ন স্থানে গার্মেন্টস কর্মীদের নামিয়ে দিয়ে বহদ্দারহাট বাস টার্মিনালের দিকে যেতে থাকে।
তখন উক্ত বাসের ড্রাইভার তার হেলপারকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে বাসের গেইটে চলে আসে। গার্মেন্টসকর্মী সবাই গাড়ী থেকে নেমে গেলে ভিকটিম গাড়ী থেকে নামার চেষ্টা করলে ড্রাইভার ভিকটিম এর হাত ধরে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়া যাওয়ার চেষ্টা করে এবং হেলপার গাড়ীটি দ্রুত গতিতে শাহ আমানত সেতুর দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে।
ততক্ষণে ড্রাইভার ভিকটিমকে টেনে গাড়ীর পিছনের সিটে নিয়ে ভিকটিমকে শ্লীলতাহানি করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা করে।
চলন্তগাড়ীটি রাত ১০.৩০ ঘটিকায় বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ রাহাত্তারপুল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর পৌঁছলে ভিকটিম নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে চলন্ত বাস গাড়ী হতে লাফ দিলে রাস্তায় পড়ে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম প্রাপ্ত হয়।
উপস্থিত লোকজন ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতাল, চট্টগ্রাম নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করায়। থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক চমেক হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমকে গুরুতর জখমরত অচেতন অবস্থায় চিকিৎসাধীন দেখতে পেয়ে তার অভিভাবককে সংবাদ প্রদান করেন।ভিকটিম ১৯ মে হতে ২৪ মে পর্যন্ত চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ভিকটিম চমেক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর ইং ২৫ মে ছাড়পত্র গ্রহন করে,ঘটনার বিস্তারিত জানাইলে অজ্ঞাতনামা ড্রাইভার ও অজ্ঞাতনামা হেলপারের বিরুদ্ধে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থল এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ী সনাক্ত করে। চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন পশ্চিম কোয়াইশ এলাকা হতে গাড়ীর চালক মোঃ আনোয়ার হোসেন টিপু (২৪)’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে সিএন্ডবি এলাকা হতে গাড়ীর হেলপার জনি দাশ (১৮)’কে গ্রেফতার করা হয় এবং তার তথ্যমতে ঘটনায় ব্যবহৃত বাসটি সিএন্ডবি এলাকা হতে উদ্ধার করা হয়।