বায়েজিদে আগুনে দুই শিশুসহ তিনজনের মৃত্যু
প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ২:০৭ অপরাহ্ণ |
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় আগুনে পুড়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে বায়েজিদের পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মারুফ (২), মারুফের মা নূর নাহার বেগম (৩০), বোন ফিরিয়া (৩)। এছাড়া পাশের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ঈমাম উদ্দীন (২৩) দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন,পুড়ে যাওয়ার ঘরগুলো কাঁচা ঘর। ঘরগুলোতে বিদ্যুতের লাইন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে বিদ্যুতের তারে লেগে শর্টসার্কিট হয়। এতে আগুন আরও ছড়িয়ে পড়ে। ভোররাতে আগুন লাগায় তখন সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে লোকজন দ্রুত ঘর থেকে বের হতে পারেননি।