ব্ল্যাকআউটের মাধ্যমে গণহত্যার রাতকে শ্রদ্ধা জানাল ভারত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ১২:১৮ অপরাহ্ণ |

শুক্রবার (২৫ মার্চ) রাতে ঢাকার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে ব্ল্যাকআউট করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার রাতকে ব্ল্যাকআউটের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় হাইকমিশন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ৫১ বছর আগে এ রাতে শুরু হওয়া ‘অপারেশন সার্চলাইট’-এর সময় বাংলাদেশি লাখো নিহত ও নির্যাতিত নারীদের আত্মত্যাগের সম্মানে ভারতীয় হাইকমিশন তাদের চ্যান্সেরি কমপ্লেক্সে ব্ল্যাকআউটের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে