মানহানি মামলায় প্রবর্তক সংঘের তিনকড়ির বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৫:০২ অপরাহ্ণ |

ইসকন চট্টগ্রাম এর ভক্ত রুবেল ধরের দায়ের করা মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে দন্ডবিধির ৫০০/৫০১ ধারায় চার্জ গঠন করেছেন আদালত।রবিবার (২৬ সেপ্টেম্বর)   চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

ইসকনের আইনজীবী অ্যাডভোকেট রুবেল কুমার দেব অপু জানান, বিগত ২৬ জুন চট্টগ্রাম প্রেসক্লাবে প্রবর্তক সংঘ আয়োজিত সংবাদ সম্মেলনে ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তিনকড়ি চক্রবর্তী বক্তব্য রাখেন এবং এ সংক্রান্তে স্বাক্ষরযুক্ত একটি লিখিত প্রেসনোট রিলিজ করেন। উক্ত প্রেসনোটটি বিগত ২ জুলাই বাদী রুবেল ধরের দৃষ্টি গোচর হওয়ায়  রুবেল ধর ইসকনের একজন একনিষ্ঠ ভক্ত হিসাবে তিনকড়ি চক্রবর্তীর এ ধরনের মানহানিকর বক্তব্য এবং লিখিত প্রেসনোট এর বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলা দায়ের করেন।

তিনি বলেন,বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সরাসরি অপরাধ আমলে নিয়ে আসামীর প্রতি সমন ইস্যু করার প্রেক্ষিতে তিনকড়ি চক্রবর্তী স্বেচ্ছায় হাজির হয়ে জামিন গ্রহণের পর আদালত আজকে চার্জ গঠন শুনানির জন্য তারিখ ধার্য করেন। আসামী পক্ষে দাখিলকৃত ডিসচার্জের আবেদন উভয় পক্ষের শুনানি শেষে নামঞ্জুর করে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে