মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: মে ১২, ২০২২; সময়: ৫:০৪ অপরাহ্ণ |

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির আদালত। এই নিষেধাজ্ঞা তাঁর পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।

বিক্ষোভের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সে জন্য প্রতিটি বিমানবন্দরে নজরদারি চালাতে বলেছেন আদালত। মাহিন্দা রাজাপক্ষের পাশাপাশি তাঁর সহযোগী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

একই সঙ্গে গত সোমবারের নাগরিকদের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

চরম আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরেই বিক্ষোভ করছিলেন নাগরিকরা।

এমন পরিস্থিতির জন্য মাহিন্দা রাজাপক্ষে ও তার পরিবার দায়ী বলে অভিযোগ দেশবাসীর। আন্দোলনকারীরা শুরু থেকেই মাহিন্দার পদত্যাগের দাবি তোলেন।
যদিও মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি ছিলেন না। তবে পরিস্থিতি তাঁকে পদত্যাগে বাধ্য করে। গত সোমবার তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

সূত্র: এনডিটিভি

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে