ম্যালেরিয়ার ভ্যাক্সিনের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ৪:১৫ অপরাহ্ণ |

প্রাণঘাতী মশাবাহিত রোগ ম্যালেরিয়া প্রতিরোধে প্রথমবারের মতো ভ্যাক্সিনের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মসকুইরিক্স (Mosquirix) নামক এই ভ্যাক্সিন (বৈজ্ঞানিক নাম RTS,S) তৈরি করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন

ছয় বছর পূর্বেই ভ্যাক্সিনটির কার্যকারিতার ব্যাপারে নিশ্চিত হন গবেষকগণ। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে বৃহৎ পরিসরে পাইলট প্রোগ্রাম শুরু হয় ঘানা, কেনিয়া ও মালাউয়িতে, ভ্যাক্সিন প্রয়োগ করা হয় দেশ তিনটির প্রায় ২৩ লক্ষ শিশুকে। অবশেষে প্রায় অর্ধযুগ পরে এসে মিলল বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি। সাব-সাহারান আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য যেসব অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ মাঝারি থেকে উচ্চ পর্যায়ে রয়েছে, সেসব এলাকায় এই ভ্যাক্সিনের ব্যবহারের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

ম্যালেরিয়ায় মারাত্মক রকমের আক্রান্ত শিশুদের বেলায় ভ্যাক্সিনটির কার্যকারিতা মাত্র ৩০ ভাগ বলে প্রমাণিত হলেও এখন পর্যন্ত এটিই একমাত্র অনুমোদিত ভ্যাক্সিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের R21/Matrix-M ভ্যাক্সিনটি বুরকিনা ফাসোর ৪৫০ জন ম্যালেরিয়া-আক্রান্ত শিশুর উপর প্রয়োগে ৭৭ ভাগ কার্যকারিতা দেখালেও এটি এখনও ট্রায়াল স্টেজেই রয়ে গেছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে