শিক্ষকরা ভালো না থাকলে,জাতিও ভালো থাকবে না
চট্টগ্রাম: সাভারের আশুলিয়ায় প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকান্ড ও নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম।
শনিবার (২ জুলাই) বিকেলে নগরীর আন্দরকিল্লা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজন ও আলতাজ মিয়া’র যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সহ সভাপতি রঞ্জিত কুমার নাথ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার চক্রবর্ত্তী, আঞ্চলিক সহ-সভাপতি আকম শহীদুল্লাহ মানিক, সমাজ কল্যাণ সম্পাদক স্বপন সাহা, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন-মোঃ রফিকুল আলম, ফিরোজ চৌধুরী, শ্যামল দে, মোঃ এহসান, মোঃ ইয়াকুব আলী, মুক্তিসাধন বড়–য়া, শেখর ঘোষ, বিল্টু কুমার সিংহ প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চেরাগী পাহাড় মোড়ে শেষ হয়।
বক্তারা দেশব্যাপী শিক্ষক হেনস্তা বন্ধ করা,শিক্ষকদের সামাজিক নিরাপত্তা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করার দাবী জানান। দেশে শিক্ষক লাঞ্ছনা ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।নড়াইলে প্রশাসনের উপস্থিতিতে শিক্ষককে গলায় জুতার মালা ও সাভারে প্রভাষককে হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মৃত্যুদন্ড দেওয়ার জন্য জোর দাবী জানান। শিক্ষক হেনস্তার ঘটনায় দেশপ্রেমিক জনগণ ক্ষোভে ফুঁসছে। লজ্জায় আর অপমানে যখন প্রতিটি বিবেকবান মানুষ ক্ষত বিক্ষত হচ্ছিল তখনই সাভারের কলেজ শিক্ষককে পিটিয়ে মেরেছে তারই ছাত্র। শিক্ষকদের অপমান ও লাঞ্ছনার ঘটনায় সমগ্র জাতি লজ্জিত। শিক্ষকরা ভালে না থাকলে জাতিও ভালো থাকবে না।