সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২; সময়: ২:০১ অপরাহ্ণ |

নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলে চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। ফলে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সেন্টমার্টিনের সঙ্গে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে সেন্টমার্টিনে আটকা পড়েছে পর্যটকরা।

পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে এসেছে। তবে হঠাৎ নিন্মচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর কারণে বিনা নোটিশে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে তারা।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘আবহাওয়া অফিস ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে ট্রলার চলাচলও বন্ধ থাকবে। যদি সতর্কতা সংকেত নেমে আসে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে