সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন মুমিনুল
শ্রীলঙ্কার বিপক্ষে গত দুই সিরিজ হারার পর,ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজে প্রথম ম্যাচ ড্র করেছে মুমিনুল হকের দল। রোববার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
তাই তো ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মুমিনুল দৃপ্ত কণ্ঠেই জানিয়ে গেলেন, এবার সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সুযোগটা তার দল কীভাবে দেখছে, সেটিরই ওপর নির্ভর করছে সাফল্য। ঢাকায় দলগতভাবে খেলে নিজেদের পক্ষে ফল আনতে চান মুমিনুল।
তিনি বলেছেন, ‘সবসময় তো একরকম থাকতে চাই না। আমার কাছে মনে হয় আমাদের জন্য (সিরিজ জয়ের) ভালো একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’
মুমিনুল আরও যোগ করেন, ‘মিরপুরে খেলা হোক বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’
চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ফল এসেছে খুব কম ম্যাচে। দুই দলের রানবন্যার মাঝে বোলারদের ধুঁকতে হয় অনেক বেশি। তবে মিরপুরে এমনটা নয়। প্রায় সময় চার দিনের মধ্যেই ফল পাওয়া যায় দেশের হোম অব ক্রিকেটে। এ বিষয়ে তৎপর মুমিনুলও।
তিনি বললেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সাথে ব্যাটিংও। অবশ্যই কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে সে বিষয়ে আমরা পরিকল্পনা করি।’
তবে মিরপুরের উইকেট-কন্ডিশন ছাপিয়ে বর্তমান আবহাওয়াও হতে পারে বড় বাধা। এ বিষয়ে মুমিনুল বলেছেন, ‘কন্ডিশন সচরাচর যেরকম থাকে ওমনই। আবহাওয়া কেমন হয় তার ওপর নির্ভর করছে। আমার কাছে মনে হয় সাধারণত যেমন থাকে ওরকমই থাকবে।’