সীতাকুন্ডে লরি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১;
প্রকাশিত: মার্চ ২, ২০২২; সময়: ২:২৮ অপরাহ্ণ |
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় লরির সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন বলে জানা গেছে৷ এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী। আজ (২রা মার্চ) বুধবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাসচালকের নাম নুরুল আবছার (৩০) বলে জানা গেছে৷ তবে আহতদের পরিচয় জানা সম্ভব হয় নি৷ পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামরা এলাকায় দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাস চালক ঘটনাস্থলেই মারা যান এবং মাইক্রোবাসটির বাকি ৫-৬ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।