স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ আচার্য্যের নেতৃত্বে বঙ্গবন্ধু স্মরণে শ্রদ্ধাঞ্জলি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
রোববার (১৫ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা দেবাশীষ আচার্য্য এর নেতৃত্বে নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এতে একাত্বতা প্রকাশ করেন বিজিএমইএ প্রথম সহ-সভাপতি যুবনেতা সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দদের মধ্যে টিজু বড়ুয়া, জনি দে, গোলাম মোস্তাফা, টুটুল দাশ, সুদিপ শর্মা, আব্দুল মালেক, অলি বড়ুয়া, সৈকত ধর, কৃষ্ণ ঘোষ, সুবল দাশ , কৃষ্ণ দাশ, হ্রদয় দাশ, উজ্জল দে, শুভ শীল, মো. ওসমান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন দুইটি নাম। ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে তারা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিবে। কিন্তু যেই বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে আছে তাকে কি ভুলানো যায়। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে নিজের জীবন, যৌবন সব ত্যাগ করেছেন। কিন্তু ঘাতকগোষ্ঠী বাংলাদেশকে পেছনে ফেলতে এবং দেশবিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করতে মাটি ও মানুষের নেতাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ড পৃথিবীর সকল বিবেকবান মানুষকে ব্যথিত করেছে।