হাবিলাসদ্বীপে দুর্গাপূজা : রামায়ণ অবলম্বনে থিম

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩; সময়: ৯:৫৮ অপরাহ্ণ |

জিতু বিশ্বাস

“পূজা হোক সনাতনী সমাজের মিলন সেতু” শিরোনামে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্য ও গৌরবের সংগঠন হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে এবারও রয়েছে চমক।

শারদীয় দুর্গা উৎসবের ৬০বছর পূর্তি উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করেছে সংগঠনটি।

রামায়ণ অবলম্বনে এইবারের আয়োজন “দুর্গতী হারিনী”।

৫ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ প্রতিমা প্রদর্শনী, গীতিনাট্য পরিবেশনা, বিজয়া সম্মেলন, স্মৃতি বৃত্তি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, বস্ত্র বিতরণ ও পুরষ্কার বিতরণ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ চট্টগ্রামে হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ দুর্গাপূজায় চমক দেখায়। প্রতিবারের ন্যায় এইবারো হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পটিয়া উপজেলা তথা দক্ষিণ চট্টগ্রামে একটি সুন্দর ও সাফল্যমণ্ডিত দুর্গোৎসব আয়োজনের চেষ্টা করছে। উক্ত আয়োজনের সকল অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান কর্মকর্তারা।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে