হাসপাতালে অযথা ভীড় না করার অনুরোধ ডা.সামন্ত লাল সেনের

প্রকাশিত: জুন ৬, ২০২২; সময়: ৩:৫৩ অপরাহ্ণ |

চট্টগ্রাম: সাধারণ জনগণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অযথা ভীড় না করার জন্য অনুরোধ করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা.সামন্ত লাল সেন।

আজ (৬ জুন) সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন,চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি।এই রোগীদের শরীর ফুলে যাচ্ছে।এর ফলে তাদের শ্বাস কষ্ট হতে পারে।তাই তাদের বার্ন আইসিইউর প্রয়োজন হতে পারে।এ কারণে তাদের পরিবারের সাথে কথা বলে তাদের ঢাকা নিয়ে যেতে চাই।

ডা.সামন্ত লাল সেন বলেন,চমেক হাসপাতালে দগ্ধ রোগীদের যেসব চিকিৎসক সেবা দিচ্ছেন তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই।তবে চমেকে কিছু সুযোগ-সুবিধার সংকট রয়েছে।যার কারণে গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে