২ বছর পর ঢাকা থেকে ছাড়লো মৈত্রী এক্সপ্রেস
করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মৈত্রী এক্সপ্রেস। ১৬৫ যাত্রী নিয়ে রবিবার (২৯ মে) ঢাকা থেকে কলকাতা গেল ট্রেনটি।
যাত্রার শুরুতে ১৬৫ যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে। এর উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।
তিনি বলেন, ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারতের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কপথে ও বিমানে ভারতের সঙ্গে যোগাযোগ চালু হলেও ট্রেন যাত্রা বন্ধ ছিল। আজকে মৈত্রী এক্সপ্রেস চালুর মাধ্যমে ট্রেন চলাচলও শুরু হলো। এখন প্রতি সপ্তাহে পাঁচদিন ট্রেন চলাচল করবে।
এছাড়া বন্ধন ও মিতালি এক্সপ্রেসও চালু হবে বলে জানান রেলওয়ের মহাপরিচালক।
মৈত্রী ট্রেনটিতে আসন রয়েছে ৪৫৬টি। আজ ১৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। আর একজন ইন্দোনেশিয়ার নাগরিক।