৫০ হাজার মানুষকে মেজবান খাইয়েছেন আ.জ.ম নাছির উদ্দিন
মায়ের চেহলামে ৫০ হাজার মানুষকে মেজবান খাইয়েছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
৩০ টি গরু দিয়ে চট্টগ্রামে ঐতিহ্যবাহী এই মেজবানের আয়োজন করেন তিনি।
জানা গেছে, বিশাল এই আয়োজনের রান্না করেন আবুল হোসেন বাবুর্চি। তার সহযোগী হিসেবে ছিলেন আরো ২০০ জন নারী ও পুরুষ। এছাড়াও দুই কমিউনিটি সেন্টারে ১ হাজারের বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন।
চট্টগ্রাম জিইসি কনভেনশন হলের এই আয়োজনটি সাম্প্রতিক সময়ের মধ্যে নগরীর সবচেয়ে বড় মেজবান।
মেজবানে জিইসি কনভেনশন সেন্টারে প্রায় ৪৫ হাজার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৩০টি গরুর প্রায় ২০০ মণ মাংস এবং ক্লাব ফোর হলে হিন্দু, বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ছাগল ও মাছ দিয়ে প্রায় ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়।
সংসদ সদস্য, রাজনীতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন পেশার অতিথিরা মেজবানে উপস্থিত ছিলেন
সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় এ মেজবানের আয়োজন করা হয়।’
গত ৩১ জানুয়ারি আ জ ম নাছিরের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।