চট্টগ্রামে নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস
চট্টগ্রামে এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ পাওয়া গেছে। তবে চিকিৎসক বিষয়টি নিশ্চিত হতে রোগীর শরীরে টিস্যু টেস্টের জন্য পাঠিয়েছেন।
জানা গেছে, ষাটোর্ধ্ব ওই রোগী ২৫ জুন হাসপাতালে ভর্তি হন। এর আগে ৩ জুলাই তিনি করোনা টেস্টে পজেটিভ হন এবং পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ হয়। তবে করোনা নেগেটিভ হলেও বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছিলেন তিনি।
গত ২৫ মে দেশে প্রথমবারের মতো দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, একজন মিউকোরমাইকোসিস রোগে আক্রান্ত রোগী কেবিনে ভর্তি আছেন। সাধারণ ভাষায় এ রোগকে ব্ল্যাক ফাঙ্গাস বলে থাকে।
৩ দিন আগে রোগী হাসপাতালে ভর্তি হন। পরে শরীরের টিস্যু নিয়ে পরীক্ষা করানো হয়।