করোনায় হাটহাজারীতে সংক্রমণ বেশি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১; সময়: ১২:১৮ অপরাহ্ণ |

চট্টগ্রামের উপজেলা গুলোতে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে। এরমধ্যে বেশি আক্রান্তের সংখ্যা হাটহাজারী উপজেলায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮০২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ জন। এর মধ্যে ৮ জন উপজেলার এবং ১ জন নগরের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৫৪৭টি। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, আক্রান্ত ৭৬ জন। এছাড়া লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ১১ জন, বাঁশখালীতে ১৪ জন, আনোয়ারায় ৩ জন, চন্দনাইশে ১৫ জন, পটিয়ায় ২৬ জন, বোয়ালখালীতে ১৬ জন, রাঙ্গুনিয়ায় ৪৭ জন, রাউজানে ৩৩ জন, ফটিকছড়িতে ৩৯ জন, সীতাকুণ্ডে ১৩ জন, মিরসরাইয়ে ৩০ জন এবং সন্দ্বীপে ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে