নগরীর অক্সিজেন মোড়ের নাম ‘গাউসুল আজম মাইজভাণ্ডারী চত্বর’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২; সময়: ১২:১৮ পূর্বাহ্ণ |

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়কে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী চত্বর নামকরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে রোববার (২৭ ফেব্রুয়ারি) চসিকের ৬ষ্ঠ পরিষদের ১৩তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নামকরণের প্রস্তাব দিলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

চসিকের মূলত তিনটি কাজ- নগরের পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তাঘাট সংস্কার। এজন্য নগরবাসী চসিককে কর দিচ্ছে।

তাই এই মৌলিক কাজগুলোতে কোনো অবহেলা করা চলবে না। যদি অবহেলা দেখা যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নগরের লাভ লেনের আব্দুল করিম সাহিত্যবিশারদ চত্ত্বর ও দৈনিক আজাদী সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ চত্বরটি দৃষ্টিনন্দন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন মেয়র।
তিনি বলেন, আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়তে হলে চট্টগ্রামের উন্নয়ন সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে যারা বিলবোর্ড ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছে তাদের রিপোর্ট প্রস্তুত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দেওয়ারও নির্দেশ দেন।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে