সিআরবি রক্ষার দাবিতে নাগরিক সমাজের জাতীয় পতাকা মিছিল
বেনিয়া গোষ্ঠীর হাত থেকে সিআরবি রক্ষা এবং বঙ্গমাতার নামে সিআরবিকে জাতীয় উদ্যান ঘোষণার দাবিতে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে সিআরবিতে প্রতিবাদ সমাবেশ এবং জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
তিনি বলেন,সিআরবিতে কোন রকম বানিজ্যিক হাসপাতাল হতে দেওয়া হবেনা। আমরা চাই সিআরবি যেমন আছে তেমন থাকুক এবং সিআরবিকে আরো পরিবেশবান্ধব করে বঙ্গমাতার নামে জাতীয় উদ্যান ঘোষণা করা হোক। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শুধু মাঠে নয় আইনি লড়াইও করবো।
বক্তব্য রাখেন নাগরিক সমাজের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস,বীর মুক্তিযোদ্ধা ডা. মাহ্ফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবি হোসাইন কবির, পরিবেশবিদ বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, জাসদ নেতা জসিম উদ্দীন বাবুল, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, বেলায়ত হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ সরোওয়ার্দী, যুবলীগ নেতা হেলাল চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন পাপ্পু, মঈন উদ্দিন কোহেল, সাংবাদিক ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, জসিম উদ্দিন, এস এম জসকির হোসেন, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নান্টু বড়ুয়া, নারী নেত্রী হাসিনা আক্তার টুনু, দিলরুবা খানম,খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী,অ্যাডভোকেট রাশেদুল আলম, রফিকুল ইসলাম বাপ্পি, শাহারিয়ার তানিম,চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সাবের আহম্মদ,মোহাম্মদ হানিফ, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন জিকু, ডা. আর. কে. রুবেল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন জাফর, মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মাইনুদ্দীন মামুন, যুব নেতা মোরশেদ আলম,নুরুল হুদা, অ্যাডভোকেট জায়েদ।