দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের আধাবেলা হরতাল ২৮ মার্চ

প্রকাশিত: মার্চ ১১, ২০২২; সময়: ৬:০৯ অপরাহ্ণ |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও মানুষ বাঁচানোর দাবিতে ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বামজোট।

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরান পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই ঘোষণা দেন।

তিনি জানান, মুনাফাখোর অসৎ সিন্ডিকেটের ব্যবসায়ীদের সঙ্গে সরকারের অশুভ যোগসাজসেই দ্রব্যমূল্যের এই ভয়াবহ পরিস্থিতি। দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধ্বগতি রোধে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল ঘোষণা করেছে।

তিনি আরো জানান, হরতাল সফল করতে সারাদেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সাইফুল হক বলেন, ‘এটা স্পষ্ট যে চাল-ডাল-পেঁয়াজ-সিলিন্ডার গ্যাসসহ অতি জরুরি খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের যা দাম বেড়েছে; দেশে তার তুলনায় অনেক বেশি দাম বাড়ানো হয়েছে। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হচ্ছে পুরোপুরি খামখেয়ালিভাবে। এসব খাতের চুরি, দুর্নীতি, লুটপাট আর অববস্থাপনার দায় চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদী-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দি ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ অনেকে।

ডিজাইন ও কারিগরি: চট্টগ্রাম লাইভ
উপরে